সর্বশেষ সংবাদ :

লালপুরে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে তিনদিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ মে) সকালে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নযন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বেরে এই মেলার উদ্বোধন করা হয়। লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

 

 

 

 

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুজ্জামান, নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওয়তায় নবনির্মিত কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

‡সানশাইন/সোহরাব


প্রকাশিত: মে ২০, ২০২৩ | সময়: ৮:৪৮ অপরাহ্ণ | Daily Sunshine