শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের গ্রীণভিউ স্কুলের পাশ থেকে বৃহস্পতিবার ৭ লাখ ৯ হাজার ৫০০ ভারতীয় জাল রুপিসহ একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে ৮ শ’ গ্রাম জাল রুপি তৈরীর গাম ও নগদ ১২ হাজার ৬০ টাকা জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি হলো শিবগঞ্জে শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর এলাকার আজাহার আলীর ছেলে বশির উদ্দিন (৪৯)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকালে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ শহরের গ্রীণ ভিউ স্কুলের পাশে অভিযান চালিয়ে ৭ লাখ ৯ হাজার ৫০০ ভারতীয় জাল রুপি ও নগদ ১২ হাজার ৬০ টাকাসহ বশিরকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্বদেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।ওই বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা, আটককৃত ব্যক্তি ২০১৬ সাল থেকে জালনোট ব্যবসার সাথে জড়িত। তার নামে পূর্বে আরো ৩টি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
সানশাইন/সোহরাব