বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পমেলা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর এলাকায় এ দুঘটনা ঘটে।
নিহত পমেলা মহিপুর গোরস্তানপাড়ার মো. জহিরুল ইসলামের স্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাতে মহিপুরে পমেলা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলটি আটক করা হয়। তবে মোটরসাইকেলের চালক পালিয়ে যায়।
ওসি আরো জানান, পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সানশাইন/সোহরাব