মঙ্গলবার, ৫ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর নেতৃত্বে পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ রাজশাহীর গোদাগাড়ী জেলার চাপালে অবস্থিত পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে ভূট্টা ও চুন দিয়ে তৈরী পরিবেশবান্ধব পচনশীল শপিং ব্যাগের উদ্যোক্তা ইফতেখারুল হক (নিপু) এর “ক্রিষ্টাল বায়ো টেক” ফ্যাক্টরী পরিদর্শন করেছেন। গতকাল পরিদর্শন কালে ইফতেখারুল বলেন, এই ব্যাগের সবচেয়ে বড় দিক হচ্ছে ব্যবহার পরবর্তী সময়ে এটি মাটির সাথে মিশে যাবে সহজে। যার ফলে পরিবেশ দূষনের কোন ঝুকি থাকবে না। এর দ্বারা আমাদের অভ্যন্তরীন চাহিদা পূরনের পাশাপাশি বিদেশে রপ্তানী করেও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, মোস্তাফিজুর রহমান এবং সহকারী সচিব আব্দুল্লাহ আল ইয়াসিন উপস্থিত ছিলেন।