মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
কেশরহাট প্রতিনিধি:
মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার ২০২৩ সালের ২২ জন হজ্জ্বগামীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১৫ মে) দুপুরে পৌর কার্যালয়ের অডিটরিয়ামে সংবর্ধনা দেন পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ। এসময় হজ্জ্বগামীদের পাঞ্জাবি, আতর, টুপি, হিজাব ও ছাতা উপহার দিয়ে সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবদুস সালাম, কেশরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল মনসুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমান, কেশরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক ও বসন্তকেদার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কেশরহাট পৌর প্রকৌশলী সরদার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক রোকমত জামান টিটু, সহকারী কর নির্ধারক মোফাখ্খারুল ইসলাম প্রমূখ।
সানশাইন/সোহরাব