মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
মহাদেবপুর প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে নিখোঁজের তিনদিন পর ধান ক্ষেত থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য গতকাল সোমবার দুপুরে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার চেরাগপুর ইউনিয়নের মধপুর গ্রামের মৃত গুমির সরদারের ছেলে মো. কাওছার আলী (৬২) গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে যায়।
দুপুরেও তিনি বাড়ি ফিরে না আসলে বিভিন্ন আত্নীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। গত রোববার সন্ধ্যায় ওই গ্রামের গভীর নলকূপের অপারেটর ইউনুস আলী সরদার তার নলকূপে যাওয়ার পথে শিয়ালকুড়ি পাথারের একটি ধানের ক্ষেতে কাওছার আলীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সানশাইন/সোহরাব