মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদফতরের যৌথ আয়োজনে ‘মা’ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
‘মা’ দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘মা’ পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসা। মূলত মায়েদের সম্মান প্রদর্শনের জন্য পালিত হয়ে থাকে।
জেলা প্রশাসক শামীম আহমেদ আরো বলেন, মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয় না। মায়ের প্রতি প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে। একজন সন্তানের কাছে মা হচ্ছে সবচেয়ে আপন ও সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। মা শব্দটি শিশুর প্রথম বুলি।
মহিলা বিষয়ক অধিদফতর রাজশাহীর উপ-পরিচালক শবনম শিরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) রাজশাহীর যুগ্ম-পরিচালক ছানোয়ার হোসেন, রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু ও পুঠিয়া উপজেলার নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ।
এদিকে জেলার পবা উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অভিজিত সরকার। অনুষ্ঠানে একরামুল হক ইভান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা। অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, ইউডিএফ জাকিয়া সুলতানা, পবা ইউআরসি কর্মকর্তা রেহেনা আকতার।
বাঘা: বাঘা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মকিম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলী, তথ্য সেবা কর্মকর্তা নুসরাত জাহান, বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুব মহিলালীগ নেত্রী শরিফা বেগম প্রমুখ।
উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষনরত প্রায় অর্ধ শতাধিক নারী।
তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরী তাসমিন উর্মির সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ খাঁন জয় শিক্ষক শাহ আলম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খান বলেন প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবসের পালন করা হলেও আধুনিককালে এর প্রবর্তন করেন এক মার্কিন নারী। ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের আনা জারভিস নামের নারী মারা গেলে তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের কাজকে স্মরণীয় করে রাখার জন্য সচেষ্ট হন।
জয়পুরহাট: দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয় অধিদপ্তরের উপপরিচালক লায়লুন নাজমা বেগমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এতে অন্যদের মধ্যে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবুল কালাম আজাদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিম আজিজ সাজ ও সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী বক্তব্য রাখেন।