সর্বশেষ সংবাদ :

সান্তাহারে অতিরিক্ত মদ পানে যুবকের মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে অতিরিক্ত মাত্রায় নেশার দ্রব্য খেয়ে হৃদয় প্রামানিক (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর এলাকার এ ঘটনা ঘটে। হৃদয় ওই এলাকার উজ্জ্বল প্রামাণিকের ছেলে।
জানা যায়, গত দুইবছর ধরে বন্ধুদের পাল্লায় পড়ে নেশা জগতে আসক্ত হয়ে পড়েন হৃদয় প্রামাণিক। এরপর হৃদয় প্রামাণিক অটোরিকশা চালিয়ে যা রোজগার করে নেশার দ্রব্য খেয়ে ওই টাকা উড়িয়ে দেয়। এজন্য পরিবারের লোকজন ও তার শ্বশুর বাড়ির লোকজন তাদের সাথে ঝগড়া ও বিবাদ লেগেই থাকে।
রবিবার সকালে তাকে শ্বশুর বাড়ির লোকজন মারধর করে তাড়িয়ে দেন। এরপর ওইদিন দুপুরে বশিপুর এলাকায় দিপেন ডাক্তারের আম বাগানে বসে অতিরিক্ত মাত্রায় নেশার দ্রব্য খেয়ে ঘটনাস্থলে মারা যান।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেলে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।


প্রকাশিত: মে ১৫, ২০২৩ | সময়: ৫:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ