বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: ২০২২-২৩ অর্থ বছরে রাজশাহীর বাগমারায় গরীব, দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় চেক বিতরণ উপলক্ষে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তার অফিস সুপার শহীদ্দুউল্লাহ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার গরীব, দুস্থ ও অসহায় ১২৪ জনের মাঝে ২ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।