সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টর : রাজশাহী মহানগর মহিলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) সকালে চৈতির বাগানে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি (এমপি)। প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা।
নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগে সহসভাপতি সামাজ সেবী শাহীন আকতার রেনী, রাজশাহী সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা, মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মারিন রোকসানা, সাবেক সংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না প্রমুখ।