সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক;
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় খোলার পর থেকেই মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিতে শুরু করেন।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহাতাব হোসেন চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দিয়ে কাউন্সিলর প্রার্থী মাহাতাব হোসেন চৌধুরী ২৩নং ওয়ার্ডবাসীর কাছে ভোট ও দোয়া চেয়ে বলেন, আগামী নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে আমি কাউন্সিলর নির্বাচিত হতে চাই। ইনশাআল্লাহ আমার ওয়ার্ডবাসীর আশা ও আস্থা আমাকে আরো সাহসী করেছে। নির্বাচনে যদি আমি জয়লাভ করি তাহলে এই জয় আমার হবে না, এই জয় হবে ২৩নং ওয়ার্ডবাসীর।
তিনি আরও বলেন, আমি এই ওয়ার্ডকে রাজশাহী সিটি কর্পোরেশনের রোল মডেল হিসেবে গড়তে চাই।