বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে নগরীতে সভা সমাবেশ ও প্রচার অব্যাহত রয়েছে।
এর অংশ হিসেবে গতকাল শাহমকদুম থানা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নাইমুল হুদা রানা, ফিরোজ কবির সেন্টু, শ্যাম দত্ত, ইউনুস আলী, বাদশা শেখ, শাহাবুদ্দিন, মজিবর রহমান, এ্যাডভোকেট সামশুন্নাহার মুক্তি, ১৮ ওয়ার্ড (দক্ষিণ) সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মজিবর সহ মহল্লা কমিটির নেত্রীবৃন্দ লিটনের পক্ষে লিফলেট বিতরণ করেন।
এদিকে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ (সদর দপ্তর) রাজশাহীর আয়োজনে রেলওয়ে হাসপাতালে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে বিপুল ভোটে মেয়র নির্বাচনের লক্ষ্যে জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এঁর উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান। রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর শাখার সভাপতি মোতাহার হোসেন এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগ সিলেট শাখার সাবেক সভাপতি মতিন ভুঁইয়া। সঞ্চালনা করেন রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর শাখার সাধারণ সম্পাদক আকতার আলী। আরো বক্তব্য রাখেন রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ সদর দপ্তর শাখার সহ-সভাপতি আজহার আলী, অতিরিক্ত সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক স্যতব্রত ইসলাম (হৃদয়),সহ-সম্পাদক আশরাফ আলী সহ জিয়া, মুসা, শাহজাহান প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা ইউনিট: বুধবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে থেকে কামারুজ্জামান চত্বর, নিউ মাকেট ও সিটি কর্পোরেশন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, রাজশাহী জেলা ইউনিটের সভাপতি মাহমুদ হাসান ফয়সল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মিঠু, সহ-সভাপতি মাসুম আখতার শিশির, মাসুম আল রশিদ, শরীফ উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক তৌহিদ জামিল, সহ-সাংগঠনিক সম্পাদক এসএম শুভ, দপ্তর সম্পাদক আহসান আলী, সমাজকল্যান সম্পাদক নাফিজ হাসান খান, আইন বিষয়ক সম্পাদক এস.এম জলি সহ জেলা ইউনিটের সদস্যবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাগমারা উপজেলার সদস্য সচিব সেজান রহমান উপজেলা নেতৃবৃন্দ।
মহানগর ছাত্রলীগের সাবেক নেতাকর্মী: মহানগর ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের উদ্যোগে বুধবার বিকাল ৫টায় রাজশাহী মহানগরীর হজে¦র মোড় থকে শুরু করে কড়ইতলা, বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার এবং তৎসংলগ্ন এলাকায় প্রচার প্রচারনা ও লিফলেট বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি এবং মহানগর আওয়ামী লীগ এর সহ-সভাপতি নাঈমুল হুদা রানা, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এবং সাবেক সভাপতি আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, সাবেক ছাত্রলীগের রকিবুল হাসান, শহিদুল ইসলাম বিপুল (ভারপ্রাপ্ত সভাপতি মহানগর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদ হাসান রাজীব সহ সাবেক ছাত্রলীগের প্রায় তিন শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।