বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত করার লক্ষ্যে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলার নেতাকর্মীদের প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১০ মে রোজ বুধবার বিকেলে নগরীর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স থেকে কামারুজ্জামান চত্বর, নিউ মাকেট ও সিটি কর্পোরেশন এলাকায় এই গণসংযোগ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান ফয়সল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মিঠু, সহ-সভাপতি মাসুম আখতার শিশির, মাসুম আল রশিদ, মো. শরীফ উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক তৌহিদ জামিল, সহ-সাংগঠনিক সম্পাদক এসএম শুভ, দপ্তর সম্পাদক মো. আহসান আলী, সমাজ কল্যান সম্পাদক নাফিজ হাসান খান, আইন বিষয়ক সম্পাদক এস.এম জলিসহ জেলা ইউনিটের সদস্যবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলার সদস্য সচিব সেজান রহমান উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ।
তারেক