বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচন উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আজ বুধবারের নির্ধারিত সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩ টায় এ সভা রামেকের ডা. কাইছার রহমান মেমোরিয়াল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়ায় কথা ছিলো।
মঙ্গলবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ সভার পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।