শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: ভারতে ওয়ানডে সিরিজে দারুণ করছে বিসিবি-প্রাইম ব্যাংক অনূর্ধ্ব-১৬ কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল। গতকাল প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জয় পাওয়ার পর আজ মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে জিতেছে ৭ উইকেটের ব্যবধানে। তাতে সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে।
এদিন মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল আগে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ১৬৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৩৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দল। বাংলাদেশের হয়ে অধিনায়ক জাওয়াদ আকবর ৪টি চার ও ৪ ছক্কায় ৪৫ রান করেন। মো. সামিউন বাসির রাতুল ৪টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন। এছাড়া মো. আজিজুল হাকিম তামিম ৩৩ ও রিফাত বেগ ২৭ রান করেন।
তার আগে মুম্বাইর ইনিংসে বল হাতে ধস নামান সামিউন বাসির রাতুল। তিনি ১০ ওভারে ২ মেডেনসহ ২০ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি উইকেট নেন শেখ ইমতিয়াজ শিহাব। মুম্বাইর রাজা মির্জা ৮ চারে ৫০ ও আইয়ুষ ৭ চার ও ১ ছক্কায় করেন ৫২ রান। বাকিদের কেউ ১৩ রানের বেশি করতে পারেনি।