সর্বশেষ সংবাদ :

বায় লাইসেন্স না থাকায় তিনটি রেস্টুরেন্টকে আর্থিক জরিমানা

পবা প্রতিনিধি:
রাজশাহীর পবা উপজেলার কাটখালি বাজারে জেলা প্রশাসন কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স না থাকায় তিনটি হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উক্ত বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার।

 

 

 

অভিযানের বিষয়ে জানতে চাইলে অভিজিত সরকার বলেন, “জেলা প্রশাসন কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স না থাকার কারণে ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন- ২০১৪’ এর ধারায় পবা উপজেলার কাটাখালি বাজারের একতা হোটেল এন্ড রেস্টুরেন্টকে দশ হাজার, আদর্শ হোটেল এন্ড রেস্টুরেন্টকে দশ হাজার এবং একই অপরাধের দায়ে ইব্রাহিম হোটেল এন্ড রেস্টুরেন্টকে দশ হাজারসহ মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। পবা উপজেলা প্রশাসন সবসময় সাধারণ ভোক্তা এবং নাগরিকদের খাদ্য নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। এখানে কোন অনিয়মের সুযোগ নেই। আগামীতেও এরকম অভিযান অব্যহত থাকবে”।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: মে ৯, ২০২৩ | সময়: ৯:০৫ অপরাহ্ণ | Daily Sunshine