মহিলা কলেজে রবীন্দ্র জন্মজয়ন্তি উৎসব

স্টাফ রিপোর্টার : হে নতুন, দেখা দিক আর বার, জন্মের প্রথম শুভক্ষণ স্লোগানকে সামনে রেখে প্রচন্ড রোদ ও খরা তাপের মধ্যে বিশ্বকপি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উৎসব পালন করেছে রাজশাহী সরকারি মহিলা কলেজে।
সোমবার বেলা সাড়ে ১০ টায় রাজশাহী সরকারি মহিলা কলেজের উদ্যোগে আনন্দ র‌্যালি বের করেন। এসময় র‌্যালিতে নেতৃত্ব দেন কলেজের উপাধ্যক্ষ ড. নাজনীন সুলতানা। আরও ছিলেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, সকল বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক শিক্ষার্থীরা। পরে নৃত্য পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা।


প্রকাশিত: মে ৯, ২০২৩ | সময়: ৪:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ