শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ৮ই আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মরহুম শিক্ষার্থী এসএম আব্দুল কাদিরের মৃত্যুবীমা দাবির অর্থ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী প্রদত্ত ২ লক্ষ টাকার চেক মরহুমের পিতা মো মোখলেসুর রহমানের কাছে হস্তান্তর করেন। এসময় উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ফলিত গণিত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এসএম আব্দুল কাদির ১৮ ফেব্রুয়ারি রাবি ক্যাম্পাস সংলগ্ন অক্ট্রয় মোড়ের একটি ছাত্রাবাসে আকস্মিকভাবে ইন্তেকাল করেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রঘুনাথপুর গ্রামে।