শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে তিনটি ওয়ান শুটার গানসহ এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে র্যাবের একটি দল উপজেলার রাউথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার তরুণের নাম মো. কাজল (২০)। সে রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামের বাসিন্দা। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ব্যাপারে কাজলের বিরুদ্ধে চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।