শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ৮ই আশ্বিন, ১৪৩০ বং।
বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে রনি আহমেদ (২৩) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে আব্দুলপুর-রাজশাহী রেলওয়ে রুটে লোকমানপুর স্টেশনের অদূরে গাওপাড়ায় উত্তরা এক্সপ্রেস ট্রেনে রনি কাটা পড়ে। নিহত রনি উপজেলার পাঁকা ইউনিয়নের গাওপাড়া গ্রামের নাসিরের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে রনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে তাকে বাড়িতে শেকলে বেঁধে রাখা হতো। বাবা নাসির ধান কাটার কাজে বিলে যাওয়ায় বাড়িতে না থাকায় পরিবারের লোকজন তাকে মুক্ত করে রাখা হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লাশ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানায় নেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদ সত্যতা নিশ্চিত করেন।