শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাদকদ্রব্য ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাব্বি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রাব্বি উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, ধৃত রাব্বি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামের একটি চাতালের সামনে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাকে তল্লাশি করে ৩০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।