সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার:
শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহীতে মহান মে দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সোমবার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে সপুরা’ ইনসাব কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালি নিয়ে তারা রেলগেট হয়ে সাহেব বাজার জিরো দিয়ে শিরোইল বাস স্ট্যান্ড ঘুরে পুণরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে। র্যালি শেষে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইনসাব রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেনইনসাব রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী, ইনসাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু, সহ-সভাপতি নাসির, সাহেব আলী ও কাওসার আলী লাফা, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, অর্থ সম্পাদক মুকুল ও প্রচার সম্পাদক বাবলু পল্টু। এছাড়াও ইনসাব জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সদস্য ও সাধারণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন। সভায় মে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়।
সানশাইন/সোহরাব