সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ ইং, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : আসন্ন সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন উপলক্ষে রাজশাহী নগরীর বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে রবিবার নগরীর ১৯ নম্বর ওয়ার্ড উত্তর ও দক্ষিণ এবং ১৮ নম্বর ওয়ার্ড দক্ষিণের মনিটরিং সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির আহবায়ক নাইমুল হুদা রানা ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে ফিরোজ কবীর সেন্টু, বাদশা শেখ, ইউনুস আলী, মজিবুর রহমান, সৈয়দ মুন্তাজ আলী, আবুল হাসানাত, এ্যাডভোকেট সামশুন্নাহার মুক্তি,শাহাবুদ্দিন, আকতারুল আলম, শাহাদাত হোসেন শাহু প্রমুখ উপস্থিত ছিলেন।