সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের লহলামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। রবিবার রাত ৩ টার দিকে বাজারের সলেমান মন্ডল মার্কেটে আগুন লাগে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, রাত ৩ টার দিকে লহলামারী বাজারের সলেমান মন্ডল মার্কেটের রুহুলের মিষ্টির দোকানে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে পাশের সাইফুলের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও আশপাশের লোকজন, আগুন নেভানোর চেষ্টা চালান। শিবগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন, কিন্তু ফায়ার সার্ভিস এসে উপস্থিত না হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে মনে করেন তারা। একপর্যায়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রজব আলী জানান, খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তাই আমরা রাস্তা থেকে ফিরে আসি।