সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মুস্তাকিম (১৩) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত মুস্তাকিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের বাখর আলী তাতিপাড়ার জিয়ারুল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুপুরে বাখর আলী এলাকার পদ্মা নদীতে গোসল করতে যায় মুস্তাকিম। এ সময় সাঁতার না জানাই ডুবে যায়। পরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১০ টার দিকে মুস্তাকিমের মরদেহ পদ্মা নদী হতে উদ্ধার করে স্থানীয় ও ডুবুরি দল। আইনী প্রক্রিয়া শেষ তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি।
সানশাইন/সোহরাব