বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
মহাদেবপুর প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে বোরো ধানকাটা উৎসব পালিত হয়েছে। গতকাল রোববার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার খোসালপুর মাঠে এ উৎসব পালিত হয়। আনুষ্ঠানিকভাবে এ উৎসবে ধানকাটা কাজে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদ আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ সহকারি কৃষি কর্মকর্তারা ও ইউপি সদস্য মাসুদ।
এ সময় কর্মকর্তারা খোশালপুর গ্রামের কৃষক শরিফুল ইসলাম ও মতিয়ার রহমানের জমির ধান কেটে দেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী বলেন, কৃষক শরিফুল ইসলামের গোল্ডেন জাতের ধান কাটার পর ফলন রেকর্ড করে বিঘাপ্রতি ৩৩ মণ ও কৃষক মতিয়ার রহমানের ব্রি-৬৬ জাতের ধানের বিঘাপ্রতি ২২ মণ ফলন পাওয়া গেছে।
সানশাইন/সোহরাব