বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বং।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবাহী শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি খাদে পড়ে মিঠু হোসেন দয়াল (৩৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। এছাড়া ট্রলিটি খাদে পড়ে আহত হয়েছেন চালক হাসান আলী। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কৃষ্ণকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মিঠুন হোসেন দয়াল (৩৫) উপজেলার নওজোর গ্রামের বাবুর ছেলে। আহত হাসান আলী নিহত মিঠু হোসেন দয়ালের আপন ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিতে ইট নিয়ে আক্কেলপুর উপজেলার তিলকপুর থেকে রায়কালীর দিকে যাচ্ছিলেন। মিঠু সে গাড়ির হেলপার ও তার ভাই হাসান আলী গাড়ি চালাচ্ছিলেন। পথে কৃষ্ণকোলা এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে দুই ভাই আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মিঠু হোসেন দয়ালকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক নিশ্চিত করেছেন।