সর্বশেষ সংবাদ :

তানোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু হয়েছে। আব্দুর রহিম (৬) নামে ওই শিশুটি তানোর পৌরশহরের হঠাৎপাড়া গ্রামে কাশেম আলীর পুত্র। ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে চাকির পুকুরে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ি সকলের অগচরে প্রচন্ড তাপদাহের কারনে হঠাৎপাড়া গ্রাম থেকে পাশে গোল্লাপাড়া গ্রামের চাকির পুকুরে অন্য দুটি বাচ্চার সঙ্গে আব্দুর রহিম পুকুরে গোসল করতে গিয়ে অন্য বাচ্চার সঙ্গে পানির মধ্যে খেলা করছিল। খেলার একপর্যায়ে সে পুকুরের গভীরের দিকে গিয়ে ডুবে যায়।
অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) কামরুজ্জামান মিয়া।


প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩ | সময়: ৫:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর