বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
কেশরহাট প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বাজার বনিক সমিতি। শনিবার (২৯ এপ্রিল) সকালে অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুই দোকান মালিক মাইনুল ইসলাম ও জামাল হোসেনকে নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেশরহাট বাজার বণিক সমিতির আহবায়ক মো. শাহিনুর রহমান (শাহিন), যুগ্ম-আহবায়ক মো.মোস্তাফিজুর রহমান মোস্তাক, মো.পারেচ আলী, কোষাধ্যক্ষ মো. ওসমান আলী, সহ-কোষাধ্যক্ষ মো.শরিফুল ইসলাম, অধ্যক্ষ মো. তাজরুল ইসলাম, উপদেষ্টা কেশরহাট পৌর কাউন্সিল আসলাম আলী, কেশরহাট বাজার বণিক সমিতির সদস্য বুলবুল হোসেন, জাবেদ আলী, ব্যবসায়ী মাহাবুর আলম, সিদ্দিকুর রহমান প্রমুখ।
গত ২৪ এপ্রিল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কসমেটিকস ও জুতা-সেন্ডেলের দুটি দোকান সম্পুর্ন পুড়ে যায়। আগুনের সূত্রপাত হলে তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। এসময় ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি বাজার বনিক সমিতির সদস্যরা, কেশরহাট পৌর মেয়রসহ স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে দুইটি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরদিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক শামিম আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা।
সানশাইন/সোহরাব