রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী ‘নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তনদে’র প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সেই উপলক্ষে সোমবার কলেজ অডিটোরিয়ামে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ও ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী প্রফেসর ড. মো. অলীউল আলম, নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তন শিক্ষার্থী ও ১৯৭০-৭১’র ছাত্র সংসদের জিএস বীর মুক্তিযোদ্ধা মো শরিফ, নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তন শিক্ষার্থী ও ১৯৭০-৭১’র ছাত্র সংসদের এজিএস রফিকুজ্জামান বেল্টু, নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তন শিক্ষার্থী সালভানা সাত্তার, নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ সাব্বির ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তন শিক্ষার্থী উসমান গনি বিমান।
উল্লেখ্য, ‘চলো মিলি প্রাণের ক্যাম্পাসে স্বপ্ন রঙিন দিনগুলো যেথায় ভাসে’- নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তনদে’র শ্লোগানকে সামনে রেখে গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তন ৪৬ টি ব্যাচের ৫৭০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করে।
শেষে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। নিউ গভঃ ডিগ্রী কলেজ রাজশাহী-এর এইচএসসি ব্যাচসমূহের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ৫৭০ জন প্রাক্তনীর সমর্থন ও সম্মতিক্রমে কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীলকে পদাধিকার বলে সভাপতি এবং কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ অলীউল আলমকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে সাদিক হোসেন হীরা কোষাধ্যক্ষ এবং ওসমান গণি বিমানকে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ কমিটি আগামীতে বৃহৎ পরিসরে নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহীর পুনর্মিলনীসহ বিভিন্ন আয়োজনের ঘোষণা দেয়।