ঈদকে সামনে রেখে ৬ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থল বন্দর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে আমদানী রপ্তানি কার্যক্রম। তবে বন্দরের ইমিগ্রেশন খোলা থাকবে।
সোনামসজিদ স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান,

 

 

 

ঈদুল ফিতর উপলক্ষে বুধবার থেকে আগামী ২৪ এপ্রিল সোমবার পর্যন্ত বন্দরের সমস্ত আমাদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৫ এপ্রিল থেকে পুনরায় চালু হবে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এদিকে, সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের সহকারি কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, বন্দরে আমদানী রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে শুল্ক স্টেশনের দাপ্তরিক কাজসহ ইমিগ্রেশন বিভাগ। দু’দেশের পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩ | সময়: ৭:৫৪ অপরাহ্ণ | Daily Sunshine