সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ। মঙ্গলবার রাত ৮টায় নগর ভবনে মেয়রদপ্তর কক্ষে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে এই সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সহ-সভাপতি এ্যাড. ইব্রাহিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এজাজুল হক মানু, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. পূর্নিমা ভট্টাচার্য, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।