মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরীর অসহায়ও ও মধ্যবিত্তদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। গত সোমবার আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. জামাত খান, সাংগাঠনিক সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, সিনিয়র সাংবাদিক আহসান হাবীব অপু, সমাজকর্মী কেএম জোবায়েদ হোসেন জিতু, ফরহাদ হোসেন রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান জানান, প্রতিবারের ন্যায় এবারও রাজশাহীর মধ্যবিক্ত পরিবারের মাঝে ঈদের উপহার উপহার সামগ্রী বিতরণ করা হয়।