বদলগাছীতে ৫ দোকান মালিকের জরিমানা

বদলগাছী  প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ নীতিমালা না মেনে গ্রাহকের কাছ থেকে মূল্য বেশী নেওয়া, দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্র সামগ্রী রাখা ও বেচা কেনার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫ দোকান মালিকের জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকতা আলপনা ইয়াসমিন।

 

 

সোমবার দুপুরের পর উপজেলা নির্বহী কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ যৌথ ভাবে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে বদলগাছীর আনন্দ হোটেল এন্ড মিষ্টন্ন ভান্ডারের ৫ হাজার , মেসার্স অর্থ স্টোর ২ হাজার, সামী কনফেকশনারী ১৫শ, দারুস সালাম লাইব্রেরীর ১ হাজার, জহুরুল তরমুজ ব্যবসায়ীর ৫শ। মোট ১০ হাজা টাকা জরিমানা করেন।

সানশাইন / শামি


প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩ | সময়: ১০:৫৬ অপরাহ্ণ | Daily Sunshine