শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বদলগাছী প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ নীতিমালা না মেনে গ্রাহকের কাছ থেকে মূল্য বেশী নেওয়া, দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্র সামগ্রী রাখা ও বেচা কেনার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫ দোকান মালিকের জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকতা আলপনা ইয়াসমিন।
সোমবার দুপুরের পর উপজেলা নির্বহী কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ যৌথ ভাবে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে বদলগাছীর আনন্দ হোটেল এন্ড মিষ্টন্ন ভান্ডারের ৫ হাজার , মেসার্স অর্থ স্টোর ২ হাজার, সামী কনফেকশনারী ১৫শ, দারুস সালাম লাইব্রেরীর ১ হাজার, জহুরুল তরমুজ ব্যবসায়ীর ৫শ। মোট ১০ হাজা টাকা জরিমানা করেন।
সানশাইন / শামি