সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
পবা প্রতিবেদক
রাজশাহীর পবা উপজেলার ০৮ নং বড়গাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহব্বায়ক সোহেল রানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ই এপ্রিল) বিকেলে ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের নাকশসা গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেয় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির নেতাকর্মীরা ।
এইসময় ইফতার মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমখদুম্ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, নওহাটা পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা, বড়গাছি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম, নওহাটা পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবনেতা মাসুদ পারভেজ, পবা উপজেলা বিএনপির সদস্য বাবুল হোসেন, জেলা কৃষকদলের সদস্য তাহমিদ হোসেন, নওহাটা পৌর যুবদলের সাবেক যুগ্ন আহব্বায়ক মাহবুবুল আলম সুমন, পবা যুবদলের সদস্য বাবুল হোসেন, নওহাটা পৌর কৃষকদলের আহব্বায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব মানিক খান, ইউনিয়ন যুবনেতা শাহজাহান খান, মোহনপুর উপজেলা কৃষকদলের যুগ্ন আহব্বায়ক হাবিব, ওয়াশিম আলী, নওহাটা পৌর ০৩ নং ওয়ার্ড সভাপতি মনির , সহ সভাপতি খোরশেদ আলম মনা , রায়হানুল আলম, কৃষকদলের যুগ্ন আহব্বায়ক নাসিম ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।