সর্বশেষ সংবাদ :

দেড় হাজার শ্রমিক কর্মচারির মাঝে নাবিল গ্রুপের ঈদ উপহার বিতরণ 

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শ্রমিক কর্মচারীদের মাঝে ভোগ্য পন্য বিতরণ করা হয়। সপ্তাহ ব্যাপী এ ভোগ্যপন্য বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান জাহান বক্স মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল ইন্ডাস্ট্রির ব্যবস্থাপকগণ। একটা পরিবারের ঈদে প্রয়োজনীয় যাবতীয় ভোগ্যপন্য চাল, ডাল, চিনি, সেমাই, খেজুর, চিনিগুড়া চাল ইত্যাদির সমন্বয়ে প্রস্তুত করা প্যাকেট প্রায় দেড় হাজার জনকে বিতরণ করা হয়।

 

 

ভোগ্য পন্য বিতরণ অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মন্ডল রমজানের শিক্ষা ও পরিশুদ্ধতা জীবনের সর্বক্ষেত্রে ধারণ করে সকল কর্মকর্তা কর্মচারীকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

 

 

উল্লেখ্য নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যা দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সানশাইন / শামি

 


প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩ | সময়: ১১:২০ অপরাহ্ণ | Daily Sunshine