মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের সীমান্তবর্তী কোদালকাটি এলাকা থেকে র্যাব ও বিজিব যৌথ অভিযান চালিয়ে ৭ কেজি ১ শ ৩০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে। আটক ব্যক্তির নাম শফিকুল ইসলাম লাদেন। সে কোদালকাটি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের এক প্রেস ব্রিফিৎ-এ র্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বিজিবি’র সহযোগিতায় সীমান্তবর্তী কোদালকাটির শফিকুল ইসলাম লাদেনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় লাদেনের বাড়ির টয়লেটের পেছনে বিশেষ কায়দায় রাখা ৭ কেজি ১ শ ৩০ গ্রাম হোরোইনসহ তাকে আটক করা হয়।
র্যাব জানায়, শফিকুল ইসলাম লাদেনের বিরুদ্ধে হেরোইন কেনা বেচার অভিযোগে চারটি মামলা রয়েছে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলাসহ লাদেনকে সোপার্দ করা হয়।
সানশাইন/সোহরাব