শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে উভয়পক্ষের নয়জন আহত হয়েছেন। আহতদের মান্দা ও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে উপজেলার জিঔল গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, এমদাদুল হক (২৩), এমাজ উদ্দিন মণ্ডল (৫০), তফের উদ্দিন মণ্ডল (৬৫), ফারুক হোসেন (২২), মোস্তাফিজুর রহমান (১৮), সিরাজ উদ্দিন মণ্ডল (৮০), সায়েদ জামাল (৪০), সাহাদত মণ্ডল (১৮) ও সুবেজান বিবি (৭৫)। এদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এমদাদুল হক ও এমাজ উদ্দিন মণ্ডলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী তফের উদ্দিন মণ্ডল জানান, ‘বসতভিটার জমি নিয়ে এক মাস ধরে প্রতিবেশী সিরাজ উদ্দিন মণ্ডলের সঙ্গে বিরোধ চলছিল। এনিয়ে একবার সালিস হলেও তা নিরসন হয়নি। এ অবস্থায় বুধবার সকাল ১০টার দিকে সিরাজ মণ্ডলেরা সংঘবদ্ধ হয়ে আমার দখলীয় সম্পত্তিতে ঘর নির্মাণ শুরু করে।’
তফের মণ্ডল অভিযোগ করে বলেন, ‘এসময় বাধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন মরিচের গুড়া ছিটিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।’
এ প্রসঙ্গে প্রতিপক্ষের সায়েদ জামাল বলেন, ‘তফের আলী গংদের দখলে থাকা জমি মাপজোখ করে আমরা পেয়েছি। সেখানে ঘর নির্মাণ করতে গেলে তারা বাধা দেয়। এনিয়ে উভয়ের মধ্যে গণ্ডগোল হয়েছে।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।