বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৯ হাজার ৬শ’ পিস ইয়াবা ও ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। এছাড়াও পৃথক আরেকটি অভিযানে ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে এই দু’টি ঘটনায় কাউকে আটক করতে পারেনি।বৃহম্পতিবার রাতে শিবগঞ্জে বালিয়াদিঘী ধনিপাড়া ও তেলকুপি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করে।
শুক্রবার রাতে গণমাধ্যমকে পাঠানো চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে রাতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ সীমান্তের বালিয়াদিঘী ধনিপাড়া নামক স্থানে অভিযান চালায়। অভিযান কালে মালিকবিহীন ৯ হাজার ৬শ’ পিস ইয়াবা ও ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এদিকে বিজিবির অপর অভিযানে তেলকুপি গ্রাম থেকে মালিকবিহীন ১শ’বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
সানশাইন/সোহরাব