পবার বেতকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার: পবার বেতকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনলেন স্কুলের ম্যানেজিং কমিটি। এই অভিযোগের কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, পবার বেতকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলি রানী কুন্ডু প্রায় ১৫ বছর যাবত ওই স্কুলে শিক্ষকতা করছেন। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। তিনি অভিভাবক ও ছাত্রছাত্রীর সাথে খারাপ আচরন করেন। এমনকি ম্যানেজিং কমিটির সাথেও তিনি ভালো ব্যবহার করেন না। স্কুল উন্নয়নের বরাদ্দের টাকা তিনি তার ইচ্ছামত খরচ করেন। কাউকে কোন হিসাব দেন না। সম্প্রতি তিনি স্কুলের ২টি বাথরুম ও প্রাচীরের ইট ম্যানেজিং কমিটির সাথে পরামর্শ না করে বিক্রি করে টাকা আত্মসাত করেছেন। যার মুল্য প্রায় ৫০ হাজার টাকা। ম্যানেজিং কমিটির সদস্যগণ বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান এবং স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষককে অন্যত্র বদলীর দাবী করেন। এব্যাপারে পবা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, জেলা শিক্ষ অফিস থেকে তদন্তের জন্য একটি অভিযোগের কাগজ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩ | সময়: ৬:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ