রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: নগরীর শাহ্ মখদুম থানা ছাত্রলীগের আয়োজনে অসহায়, দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে প্রধান অতিথি থেকে ইফতার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাহ্ মখদুম থানা ছাত্রলীগের সভাপতি মো. আল ওয়াসিউল মামুন, সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা সোহান। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মহানগর ও থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ।