সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
রুমা ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাতে প্রতি বছরের মতো কৃষকরা ‘সাদা সোনা’ নামে খ্যাত রসুনের আবাদ করছেন। বিগত বছরগুলোতে রসুনের ভালো ফলন এবং উৎপাদিত রসুনের ভালো দাম পাওয়ায় এ মৌসুমেও তারা রসুন চাষে ঝুঁকেছেন।
এদিকে সেচ ও সারের পর্যাপ্ত সরবরাহ এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবারও উপজেলায় রসুনের বাম্পার ফলন হয়েছে। এছাড়া বর্তমান বাজারে রসুনের দাম বেশি পাওয়ার মাধ্যমে কৃষক লাভবান হবেন বলে আশা করছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে এই উপজেলায় ৪৭০ হেক্টর জমিতে রসুন রোপণ করা হয়েছে। চলতি মৌসুমে কৃষকেরা ‘সাদা সোনা’ খ্যাত রসুন তুলতে শুরু করেছেন। প্রতি বিঘা জমিতে ২৫-২৬ মণ হারে রসুন পাওয়া যাচ্ছে। আর বাজারে প্রতিমণ রসুন ৪ হাজার টাকা থেকে ৪ হাজার ৫শত টাকা দরে বিক্রি হচ্ছে।
তাড়াশ উপজেলা নাদোসৈয়দপুর গ্রামের কৃষক ফরিদুল ইসলাম জানান, গত মৌসুমের শুরুতে রসুনের ভালো দাম না থাকলেও শেষ সময়ে এসে রসুনের ভালো দাম পেয়েছে কৃষকরা। ভালো দাম পাওয়ায় এ বছরও আমাদের এলাকার কৃষকরা ব্যাপকহারে রসুন আবাদ করেছেন। এ বছর আমাদের এলাকার কৃষকেরা নতুন রসুন তুলতে শুরু করেছেন। প্রতি বিঘা জমিতে ২৫-২৬মণ হারে রসুনের ফলন হয়েছে। বাজারে দামও অনেক বেশি।
কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, পতি একর জমিতে রসুন চাষে শ্রমিক ও চাষ বাবদ খরচ হয় প্রায় ২০ হাজার টাকা। আর বীজ, রাসায়নিক সার ও সেচ বাবদ খরচ হয় আরও ৩০ হাজার টাকা। এতে করে প্রতি একরে খরচ হয় প্রায় ৫০ হাজার টাকা।
এবছর ভালো ফলন হওয়ায় একর প্রতি ৭০ থেকে ৭৫ মণ রসুন পাওয়া যাচ্ছে। গড়ে প্রতি মণ রসুন ৪ হাজার টাকা করে বিক্রী করা হচ্ছে।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, তাড়াশ উপজেলায় এ বছর রসুনের বাম্পার ফলন হয়েছে, বাজার মুল্যেও বেশি।
এ ছাড়া এখন পর্যন্ত আবহাওয়া ভালো আছে। খরচ কম ও অধিক লাভ হওয়ায় রসুন চাষে কৃষককে উৎসাহিত ও সহযোগিতা করতে মাঠ পর্যায়ে কাজ করছে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।