বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০২৩ ইং, ২০শে আশ্বিন, ১৪৩০ বং।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বাগডোব মন্ডলপাড়া গুচ্ছগ্রামে কয়েলের আগুনে দুটি বাড়ি পুড়ে গেছে। এতে একটি গর্ভবতী গাভী পুড়ে মারা গেছে। এছাড়া এক বাড়ির মালিকসহ আরো চারটি ছাগল দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্থ যোগেশচন্দ্রের স্ত্রী অর্চনা রাণী জানান, কিছুদিন আগে তিনি এনজিও থেকে ঋণ নিয়ে একটি গরু কেনেন। রাতে মশা তাড়ানোর জন্য গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে দিয়ে তিনি শুয়ে পড়েন। ভোর রাতের দিকে আকস্মিক গরুর ঘরে আগুন লাগে। পরে দ্রুত আগুন তার বসতঘরসহ পাশের শ্রী বলাই মন্ডলের বসতঘরেও ছড়িয়ে পরে। এতে ঘটনাস্থলেই তার গরুটি পুড়ে মারা যায়।
এছাড়া তার এবং বলাই মন্ডলের আরো ছয়টি ছাগল দগ্ধ হয়। এসময় আগুন নেভাতে গিয়ে বলাই মন্ডল নিজেও দগ্ধ হন। এতে কমপক্ষে চার লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।