রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
মহাদেবপুর প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলার চলতি বোরো মৌসুমে বিভিন্ন মাঠে ব্লাষ্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। এ রোগে আক্রান্ত ক্ষেতের ধান প্রথমে হালকা হলুদ রং ধারণ করছে এবং দু-তিন দিনের মধ্যে ধান গাছ মরে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। উপজেলার খাজুর মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায় অনেক জমির ধানই এ রোগে আক্রান্ত হয়েছে। খাজুর গ্রামের কৃষক মো. লিয়াকত আলী বাবলু জানান, তিনি এবার ৮ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। তার মধ্যে দেড় বিঘা জমির ধান ব্লাষ্ট রোগে আক্রান্ত হয়েছে। লিয়াকত আলী বাবলুর জমি ছাড়াও এলাকার অন্যান্য কৃষকের জমির ধানেও এ রোগের প্রার্দুভাব দেখা দেয়ার কারণে পাতা লালচে হয়ে মরে যাচ্ছে বলে কৃষকরা জানান।
এ রোগে ধান ক্ষেত আক্রান্ত হওয়ায় একদিকে যেমন উৎপাদন কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অন্য দিকে আক্রান্ত জমিতে কীটনাশক প্রয়োগ করতে গিয়ে ধানের উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোমরেজ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলায় এবার বোরো ক্ষেতের রোগ বালাই নিয়ন্ত্রণে রয়েছে। তবুও দু একটি জায়গায় ব্লাষ্ট রোগের আক্রমণ দেখা দিতে পারে সেক্ষেত্রে তিনি কৃষকদের ছত্রাক নাশক ব্যবহারের পরামর্শ দেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ২৮ হাজার ৪শ ১০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ লক্ষ্যমাত্রার বিপরীতে ২৮ হাজার ৩শ হেক্টর জমিতে চাষ হয়েছে।
সানশাইন/সোহরাব