শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের অস্ত্র আইনে দায়েরকৃত মামলায় আব্দুর রহিম (৩৩) নামে একজনকে যাবজ্জীবন ও ১০ বছর কারাদন্ডের রায় দিয়েছে বিশেষ ট্রাইবুনাল। রায়ে এক দন্ডের পর অন্য দন্ড ভোগ করতে হবে বলে নির্দেশ দেয়া হয়। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ষ্পেশাল ট্রাইবুনাল-১ বিচারক আদীব আলী আসামীর অনুপস্থিতিতে রায় দেন। আসামী রহিম শিবগঞ্জের সোনামসজিদ এলাকার গাজলুর রহমানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম বলেন, ২০২০ সালের ২৯ এপ্রিল কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল থেকে র্যাাবর হাতে ২টি পিস্তল, ৩টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার হয় রহিম। এ ঘটনায় ওইদিন র্যাবের উপ-পরিদর্শক ইউসুফ আলী ভূঁইয়া শিবগঞ্জ থানায় রহিমকে আসামী করে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক আরিফুল ইসলাম ২০২০ সালের ২৭ মে রহিমকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। সোমবার ট্রাইবুনাল রহিমকে দোষী সাব্যস্ত করে অস্ত্র আইনের ১৯ (অ) ধারায় যাবজ্জীবন ও ১৯ (ভ) ধারায় ১০ বছর কারাদন্ডের রায় দেন।