শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ ইং, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় জাহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে শহরের ডাকবাংলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহিদুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল মাস্টারপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে।
ওসি মোক্তার হোসেন জানান, ভোর রাতে শহরের ডাকবাংলা রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনের ধাক্কায় জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান, স্থানীয়রা রেলওয়ে থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।