সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে বাজার পরিদর্শন ও ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।
সোমবার বেলা ৩টায় আক্কেলপুর পৌর এলাকার কলেজ বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ২ ব্যবসায়ীকে মোট ২ হাজার টাকা এবং মেয়াদউর্ত্তীর্ণ কীটনাশক ওষুধ বিক্রির দায়ে অপর ২ ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা, সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরিদর্শন চলাকালীন সময়ে তরমুজ কেজি হিসেবে বিক্রয়ের পরিবর্তে পিস হিসেবে ও খাবার ঢেকে রেখে বিক্রির নির্দেশ দেয় এই কর্মকর্তা।
এসময় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এমরান হোসেন ও কৃষি অফিসের অনান্য সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার তহমিনা আক্তার বলেন, ‘ বাজারে প্রতিটি দোকানে মুল্য তালিকা থাকা আবশ্যক। নিয়মিত বাজার পরিদর্শন করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’।