রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রীকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি তাহমিনা রহমান শিশির এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর এক কমিউনিটি সেন্টারে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা রাফিকা খানন ছবি, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মাকসুদা আলম রোজী, সহসভাপতি কিবরিয়া আকতার বানু, কোষাধ্যক্ষ জাহানারা বেগমসহ জেলা ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ। উল্লেখ্য, তাহমিনা রহমান শিশির বিদায়ী রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এর সহধর্মিনী।


প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩ | সময়: ৬:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ