বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তিঃ
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ৪৯তম সভা (২৯ মার্চ ২০২৩) বুধবার ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সংগঠক অধ্যাপক রাশেদা খালেক।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টিবোর্ডের সদস্য প্রফেসর ড. ফারজানা নিক্কন, ফারহানা শাওন, ফয়সাল খালিদ শুভ, ফারাহ্ দীনা গুঞ্জন, প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ্, মোহাম্মদ সাদেক আলী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার অনন্য ইসলাম নির্ঝর, ডা. বিপাশা ইসলাম, প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।
এছাড়া সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, ইউনিভার্সিটির রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ। সভায় ইউনিভার্সিটির বিভিন্ন বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। #