বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস। মঙ্গলবার সন্ধ্যায় রহনপুর কলোনী মোড়স্হ জনকল্যাণ সংবাদ কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বলাই চন্দ্র শীল, পত্রিকা সম্পাদক রবিউল করিম,উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি
আব্দুল্লাহ আল মামুন নাহিদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, গোমস্তাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আঃ সালাম তালুকদারসহএলাকায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। মতবিনিময় সভায় উপস্থিত সাবেক এমপি সাংবাদিকদের জানান, তিনি দশম সংসদের সংসদ সদস্য থাকাকালীন এলাকার( গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) উপজেলার ব্যাপক উন্নয়নের চেষ্টা করেছেন।এখন মূল্যায়নের দায়িত্ব জনগণের। তিনি আরও জানান, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি অন্যতম মনোনয়ন প্রত্যাশী।এলক্ষ্যে তিনি এলাকায় কাজ করে যাচ্ছেন। এছাড়া তার মালিকানাধীন সাপ্তাহিক জনকল্যাণ সংবাদ পত্রিকাটি পুনরায় প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে তিনি স্থানীয় সাংবাদিকদের সহায়তা কামনা করেন।